বায়ো স্প্রে প্লাস ব্যবহারের নিয়ম !

Bio-Spray Plus

সকাল

  1. সকালে ঘুম থেকে উঠে কোন কিছু খাওয়া বা পান করা যাবে না। এমন কি থুতু ফেলা যাবে না।
  2. জিভ উপরের তালুতে ঠেকিয়ে জিভের নিচে তিন বার স্প্রে করতে হবে।
  3. এরপর তিন মিনিট মুখ বন্ধ করে রাখতে হবে। এ সময়ে ঢোক গেলা যাবে না এবং মুখ খোলা যাবে না।
  4. তিন মিনিট পর মুখের ভিতরে জমে থাকা লালা গিলে ফেলতে হবে।
  5. এরপর পাঁচ মিনিট অপেক্ষার পর 1-2 গ্লাস পানি পান করতে হবে।
  6. পরবর্তী 90 মিনিট পানি বাদে কোন কিছু পান করা বা খওয়া যাবে না। এই 90 মিনিট শেষ না হলে দাঁত মাজা যাবে না।
  7. 90 মিনিট শেষ হলে নাস্তা ও অন্যান্য ওষুধ খাওয়া যাবে।

রাতে

  1. রাতের ডোজ নেয়ার 2 ঘন্টা আগে খাবার, অন্যান্য বা পানি পান করে নিতে হবে। এমনকি দাঁত মাজা সেরে ফেলতে হবে।
  2. 2 ঘন্টা পার হলে সকালের নিয়ম অনুযায়ি (2,3,4,5 নং অনুযায়ি) তিন বার জিভের নিচে স্প্রে করতে হবে। এরপর দেরী না করে ঘুমাতে যেতে হবে।

মনে রাখতে হবে,স্প্রে জিভের ঠিক নিচে নিতে হবে।

প্রতিবার ব্যবহারের আগে বায়ো স্প্রে প্লাস শিশি কমপক্ষে 20 সেকেন্ড ঝাকিয়ে নিবেন। (শিশুদের নাগালের বাইরে রাখুন)

  • প্রথম সাত দিন সকালে 3 চাপ স্প্রে ও রাতে 3 চাপ স্প্রে
  • দ্বিতীয় সাত দিন সকালে 4 চাপ স্প্রে ও রাতে 4 চাপ স্প্রে
  • তৃতীয় সাত দিন সকালে 5 চাপ স্প্রে ও রাতে 5 চাপ স্প্র
  • এরপর থেকে সকালে 5 চাপ স্প্রে ও রাতে 5 চাপ স্প্রে করে চলবে।

Leave a Reply

Share This