Mission & Vision

লক্ষ্য (Vision) : বাংলাদেশের সর্বস্তরের (দেশে কিংবা প্রবাসী) জনগনের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরীর লক্ষ্যে প্রচলিত চিকিৎসার পাশাপাশি লাইফ স্টাইল পরির্বতনের মাধ্যমে অল্টারনেটিভ চিকিৎসা পদ্ধতিতে সুস্থ্য থাকার প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

উদ্দেশ্য (Mission ) :  কোম্পনীর সথে সংশ্লিষ্ট জনগোষ্টিকে সংগোঠিত করে উদ্যেক্তা তৈরীর লক্ষ্যে প্রয়োজনীয় উন্নত মেীলিক বেসিক প্রশিক্ষন,আধুনিক প্রযুক্তিপূর্ন ব্যবসায়িক ও আত্ম-কর্মসংস্থান মূলক প্রশিক্ষন ট্রেনিং এর মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তর ভূমিকা রাখা।

এসো সুন্দর পৃথিবী গড়ি (Let Us Build A Beautiful World).