সমস্যাঃ লিভারে সমস্যা ছিল বিধায় সব ধরনরে খাবার খেতে পারতাম না, লিভারে প্রচন্ড ব্যথা হতো এমনকি শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা ছিল । কখনো নিচে বসতে পারতাম না, চোখের দৃষ্টি অনেক কমে গিয়ে ছিল, রাতে ঘুম হত না, স্মৃতিশক্তি দুর্বল হয়ে গিয়ে ছিল, কিছুই মনে রাখতে পারতাম না। সারা শরীরে ৩ টি টিউমার ছিল । মানসিক সমস্যার মধ্যে মানুষকে দেখলেই ভয় লাগতো। স্বাভাবিক ভাবে কোন কাজ করতে পারতাম না ,ঘুমের মধ্যে বিকট ভাবে চিৎকার করে উঠতাম, স্কিনে সমস্য ছিল।
সমাধানঃ বায়ো-স্প্রে প্লাস ব্যবহারের এখন লিভারে ব্যথা নেই এবং এখন সব ধরনের খাবার খেতে পারি । ব্যাক পেইন নেই এবং জয়েন্টে পেইন নেই, বসে কাজ করতে পারি, এমন কি দাড়িয়ে নামাজ পড়তে পারি । চোখের দৃষ্টিশক্তি অনেক স্বচ্ছ হয়েছে ,রাতে ঘুম ভালো হয় এবং ঘুমের মধ্যে চিৎকার করা আর নইে, ৩ টি টিউমারের মধ্যে দুটো ভালো হয়ে গেছে এবং একটি ৫০% ভালো হয়েছে স্কিনে অনেক ইমপ্রুভ হয়ছে। স্মৃতিশক্তি ইমপ্রুভ হয়েছে। সুদুর লেখাপড়া করতে পারি এবং মনে রাখতে পার।
আলেয়া ফেরদৌসী (আলো) , দিনাজপুর।